Karmasangsthan Bank Assistant Officer MCQ Question Solution 2023

Karmasangsthan Bank Assistant Officer (General/Cash) MCQ Question Solution 2023 has been published on our website BankJobBD. The exam has been held on 11/08/2023. This MCQ exam was taken by Bank Authority. The Karmasangsthan Bank Assistant Officer General and Assistant Officer Cash full MCQ question solution is available here including all the subjects Bangla, English, Math, General Knowledge and ICT.

Karmasangsthan Bank Assistant Officer (General/Cash) MCQ Question Solution 2023

Karmasangsthan Bank Assistant Officer (General/Cash) MCQ Question Solution

Exam Name: Karmasangsthan Bank
Post Name: Assistant Officer (General/Cash)
Category: Govt Bank Solution 2023
Exam Date: 11/08/2023
Exam Type: MCQ
Exam Taker: Bank Authority
Total Marks: 100
Duration: 1 hour

কর্মসংস্থান ব্যাংক এর সহকারী অফিসার ( সাধারণ/ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

Karmasangsthan Bank Assistant Officer (General/Cash) MCQ exam Question Solution 2023 is given below, please check the answers of the Karmasangsthan Bank Assistant Officer (General/Cash) question.

Karmasangsthan Bank Assistant Officer (General/Cash) Exam Question Solution 2023

১) আকাশ ও পৃথিবীর অন্তরালকে এক কথায় কি বলে?
ক) অতলস্পর্শী
খ) ক্রন্দসী
গ) আমশি
ঘ) রোদসী (✔✔✔) 

২) ‘সাইরেন বেজে উঠলো’ বাক্যটিতে ‘বেজে উঠলো’ কি ক্রিয়াপদ?
ক) মিশ্র
খ) যৌগিক (✔✔✔) 
গ) প্রযোজক
ঘ) সমধাতুজ

৩) জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত শঙ্খমালা হলো -
ক) রূপকথার চরিত্র
খ) রোমান্টিক কবিকল্পনা (✔✔✔) 
গ) পূর্বপরিচিতা নারী
ঘ) কবির জীবনদেবতা

৪) ‘শরতে ধরাতল শিশিরে ঝলমল।’ এখানে ‘শিশিরে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) অধিকরণে ৭মী
খ) অপাদানে ৭মী
গ) কর্মে ৭মী
ঘ) করণে ৭মী (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

৫) ‘সত্যের সহিত মিথ্যার দ্বন্দ্ব রহিয়াছে। এই দ্বন্দ্বে পরিশেষে সত্যই বিজয়ী হয়’। এই উক্তিটি কোন রীতিতে লিখিত?
ক) চলিত রীতে
খ) সাধু রীতি (✔✔✔) 
গ) মিশ্র রীতি
ঘ) বিদেশি রীতি

৬) প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করেন -
ক) বাংলাদেশ সরকার
খ) এশিয়াটিক সোসাইটি
গ) বাংলা একাডেমি (✔✔✔) 
ঘ) শিল্পকলা একাডেমি

৭) কোন বানানটি শুদ্ধ?
ক) কনীনিকা (✔✔✔) 
খ) কনিনীকা
গ) কণিনিকা
ঘ) কনিনিকা

৮) ‘Fair weather friends' এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন কোনটি?
ক) দুধের মাছি (✔✔✔) 
খ) চোরে চোরে মাসতুতো ভাই
গ) পিরিত বিনে সুহৃদ নাই
ঘ) ধামাধরা মানুষ

৯) ‘স্বখাতসলিলে’ বাগধারাটির অর্থ-
ক) দুঃখে কষ্টে পরা
খ) বিনা দোষে শাস্তি পাওয়া
গ) পানির গভীরে যাওয়া
ঘ) স্বীয় কর্মের ফল ভোগ (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

১০) কোন বাগধারাটির অর্থ তিনটির অর্থ থেকে ভিন্ন?
ক) দুধের মাছি 
খ) বসন্তের কোকিল
গ) ননির পুতুল (✔✔✔) 
ঘ) সুখের পায়রা

১১) ‘Cognizable' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
ক) সুষম
খ) অবহিতি
গ) আমলযোগ্য
ঘ) বোধজাত (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

১২) ‘আয় চলে আয় রে ধূমকেতু, আঁধারে বাধ অগ্নিসেতু’ কার উক্তি?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) কাজী মোতাহার হোসেন
গ) রবীন্দ্রনাথ ঠাকুর (✔✔✔) 
ঘ) কাজী নজরুল ইসলাম

১৩) কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) অমিয় চক্রবর্তী
ঘ) দ্বিজেন্দ্রপাল রায়

১৪) ‘বাঁশরী আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে ফিরিব গোধন লইয়া গাঁয়ের ঘরে।’ এটি কোন কবির  রচনা?
ক) ইদ্রিস আলী
খ) গোবিন্দ চন্দ্র দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জসীমউদ্দীন (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

১৫) ‘অন্বেষণ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) অন্বে + ষন
খ) অনে + এষন
গ) অনু + এষন
ঘ) অনু + এষণ (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

১৬) ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ বাক্যে ‘নিশীথে’ কোন পদ?
বিশেষণের বিশেষণ
বিশেষ্যের বিশেষণ (✔✔✔) 
বিশেষ্য
বিশেষণ

১৭) ‘আস্তানা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) আরবি
খ) ফারসি (✔✔✔) 
গ) ফরাসি
ঘ) হিন্দি

১৮) নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
ক) চোরা (✔✔✔) 
খ) চালক
গ) পূজক
ঘ) সত্যবাদী

১৯) নিম্নের কোন পত্রিকার প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদবাণী পাঠিয়েছিলেন?
ক) সবুজপত্র
খ) শনিবারের চিঠি
গ) কল্লোল
ঘ) ধূমকেতু (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

২০) ৭ই মার্চের পটভূমিতে রচিত কবিতা-
ক) ‘বাতাসে লাশের গন্ধ’ - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
খ) ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’ - নির্মলেন্দু গুণ (✔✔✔) 
গ) ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ - শামসুর রাহমান
ঘ) ‘আমার পরিচয়’ - সৈয়দ শামসুল হক

২১) You are dull ____ hearing.
ক) after
খ) by
গ) in
ঘ) of (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

২২) He is engaged _____ writing a book.
ক) in (✔✔✔) 
খ) with
গ) to
ঘ) at

২৩) Water is flowing ____ the danger point.
ক) up
খ) an
গ) above
ঘ) over (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

২৪) What ______ last night?
ক) you did
খ) did you do (✔✔✔) 
গ) had you done
ঘ) did you

২৫) 'Once in a blue moon' means -
ক) always
খ) very rarely (✔✔✔) 
গ) nearly
ঘ) hourly

২৬) The antonym of the word delete is -
ক) Insert (✔✔✔) 
খ) Contract
গ) Discrete
ঘ) Dull

২৭) 'I am one who loved not wisely but too well' is a quotation from -
ক) Milton
খ) William Shakespeare (✔✔✔) 
গ) T. S. Eliot
ঘ) Ruskin

২৮) What is antonym of 'Famous'?
ক) Opaque
খ) IlIiterate
গ) Obscure (✔✔✔) 
ঘ) Immature

২৯) Which of the following is a correct sentence:
ক) He was to clever not to miss the point.
খ) He was so clever to miss the point.
গ) He was too clever to miss the point. (✔✔✔) 
ঘ) He was too clever to grasp the point.

৩০) ' An ordinance' is-
ক) a book
খ) an arms of factory
গ) a law (✔✔✔) 
ঘ) a newspaper journal

৩১) A bull market means share prices are -
ক) Falling
খ) Rising (✔✔✔) 
গ) Moving
ঘ) Static

৩২) সততা সর্বোৎকৃষ্ট পন্থা-
ক) Honesty is the best virtue.
খ) Honesty is a good way.
গ) Honesty is the better way.
ঘ) Honesty is the best policy. (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

৩৩) The word sibling means -
ক) A brother
খ) A sister
গ) An infant
ঘ) A brother or sister (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

৩৪) What is the verb of 'significance'?
ক) sign
খ) significant
গ) signify (✔✔✔) 
ঘ) signature

৩৫) Who is the poet of Victorian age?
ক) Helen Keller
খ) Matthew Arnold (✔✔✔) 
গ) Shakespeare
ঘ) Robert Brownie

৩৬) The word 'Offspring' means-
ক) Twins
খ) Children (✔✔✔) 
গ) Strength
ঘ) Winter

৩৭) I do not ____ his address.
ক) recollect
খ) remember (✔✔✔) 
গ) remind
ঘ) recall

৩৮) What is the meaning of premium?
ক) Contaminate
খ) Condone
গ) Best (✔✔✔) 
ঘ) Large

৩৯) 'Few know where he is' Here few is used as-
ক) Pronoun (✔✔✔) 
খ) Adjective
গ) Noun
ঘ) Adverb

৪০) Verb of word 'able' is-
ক) ability
খ) enable (✔✔✔) 
গ) able
ঘ) disable

৪১) ১, ৫, ৬, ১১, ১৭, ২৮...........সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি কি?
ক) ৩৩
খ) ৪৫ (✔✔✔) 
গ) ৫০
ঘ) ৫৬

৪২) ১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
ক) ২১টি
খ) ২৫টি (✔✔✔) 
গ) ২৩টি
ঘ) ২৯টি

৪৩) একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার লাভ হবে-
ক) ১০%
খ) ১২% (✔✔✔) 
গ) ১৩%
ঘ) (২৫/২)%

৪৪) একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?
ক) ৯.৬ কি. মি. (✔✔✔) 
খ) ৯ কি. মি.
গ) ১২ কি. মি.
ঘ) ৮ কি. মি.

৪৫) ১ কিলোমিটার সমান-
ক) ১.৬১ মাইল
খ) ০.৬২ মাইল (✔✔✔) 
গ) ০.৬৯ মাইল
ঘ) ০.৬১ মাইল

৪৬) এককের আন্তর্জাতিক পদ্ধতিi. এর বৈশিষ্ট্য দশ গুণোত্তরii. অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়iii. বাংলাদেশে ১ লা জুলাই ১৯৮১ সালে চালু হয়নিচের কোন উত্তরটি সঠিক?
ক) i ও ii (✔✔✔) 
খ) i ও iii 
গ) ii ও iii 
ঘ) i, ii ও iii 

৪৭) দুইটি সংখ্যার যোগফল 60 ও বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি হলো:
ক) 35 ও 25
খ) 15 ও 45
গ) 10 ও 50
ঘ) 40 ও 20 (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

৪৮) ৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
ক) ৬১
খ) ৬৯ (✔✔✔) 
গ) ৭১
ঘ) ৭৩

৪৯) m এর মান কত হলে 4x2  - mx + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক) 16
খ) 12 (✔✔✔) 
গ) 10
ঘ) 9

৫০) ০.০০০০০১ × ০.৯০০১ = ?
ক) ০.০০০০০০৯০০১ (✔✔✔) 
খ) ০.০০০০০৯০০১
গ) ০.০০৯০১
ঘ) ০.০০০০৯০১

৫১) দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ২৪ এবং একটি সংখ্যা ১৩ হলে অপরটি হবে?
ক) ১১ (✔✔✔) 
খ) ৯
গ) ১৫
ঘ) ৭

৫২) প্রবৃদ্ধ কোণের মান-
ক) ১৮০° এর চেয়ে বেশী (✔✔✔) 
খ) ১৮০° এর সমান
গ) ১৮০° এর চেয়ে কম
ঘ) ৩৬০°

৫৩) পিথাগোরাস একজন
ক) দার্শনিক ও গণিতবিদ (✔✔✔) 
খ) পদার্থবিদ
গ) রসায়নবিদ
ঘ) অর্থনীতিবিদ

৫৪) সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের যোগফল-
ক) ১০০°
খ) ১৪০°
গ) ২৪০° (✔✔✔) 
ঘ) ৩৪০°

৫৫) রম্বসের
i. চারটি বাহু পরস্পর সমানii. বিপরীত কোণগুলো পরস্পর সমানiii. কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে
ক) i ও ii 
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

৫৬) ২০ টি স্বাভাবিক সংখ্যার যোগফল-
ক) ২২০
খ) ২১০ (✔✔✔) 
গ) ১১০
ঘ) ১২০

৫৭) একটি বৃত্তের ব্যাস ৭/১১ সেমি হলে, এর পরিধি কত?
ক) ২ সে.মি. (✔✔✔) 
খ) ৭ সে.মি.
গ) ২২ সে.মি.
ঘ) ৩ সে.মি.

৫৮) a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
ক) a2 = bc
খ) b2 = ac (✔✔✔) 
গ) ab = bc
ঘ) a = b = c

৫৯) একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?
ক) ২ গুণ
খ) ৩ গুণ (✔✔✔) 
গ) ৪ গুণ
ঘ) ৬ গুণ

৬০) একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. ও 8 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
ক) 24 সে.মি
খ) 24 বর্গ সে.মি. (✔✔✔) 
গ) 24 বর্গমিটার
ঘ) 24 মিটার

৬১) ‘আতাকামা’ মরুভূমি কোন দেশে অবস্থিত?
ক) চিলি (✔✔✔) 
খ) ইকুয়েডর
গ) দ. আফ্রিকা
ঘ) সৌদিআরব

৬২) ২০২৩ সালে জাতিসংঘ পানি সম্মেলন কোথায় হয়?
ক) ওয়াশিংটন
খ) লন্ডন
গ) নিউইয়র্ক (✔✔✔) 
ঘ) জেনেভা

৬৩) ১৩ বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ভারত (✔✔✔) 
খ) শ্রীলংকা
গ) পাকিস্তান
ঘ) নিউজিল্যান্ড

৬৪) পৃথিবীর গভীরতম স্থান?
ক) ম্যারিয়ানা ট্রেঞ্চ (✔✔✔) 
খ) ডেড সী
গ) বৈকাল হ্রদ
ঘ) প্রশান্ত মহাসাগর

৬৫) ফেসবুকের সদর দপ্তর -
ক) সিয়াটল
খ) ক্যালিফোর্নিয়া (✔✔✔) 
গ) ওয়াশিংটন
ঘ) নিউইয়র্ক

৬৬) কোনটি প্রাচীন সভ্যতা?
ক) গ্রিস
খ) রোম
গ) সিন্ধু
ঘ) মেসোপটেমিয়া (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

৬৭) ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
ক) ১৯২৯
খ) ১৯৩০ (✔✔✔) 
গ) ১৯৩১
ঘ) ১৯৩২

৬৮) IRRI কোথায় অবস্থিত?
ক) ভারত 
খ) বাংলাদেশ
গ) চীন
ঘ) ফিলিপাইন (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

৬৯) সুয়েজ খাল কোথায় অবস্থিত?
ক) মিশর (✔✔✔) 
খ) সৌদিআরব
গ) ইরান
ঘ) জর্ডান

৭০) ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন হয়?
ক) ২০২৩ সালে (✔✔✔) 
খ) ২০২২ সালে
গ) ২০২১ সালে
ঘ) ২০২০ সালে

৭১) ‘গণহত্যা জাদুঘর’ কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) কুমিল্লা
ঘ) খুলনা (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

৭২) আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা?
ক) কুমিল্লা
খ) রাঙ্গামাটি (✔✔✔) 
গ) ময়মনসিংহ
ঘ) চট্টগ্রাম

৭৩) ‘মণিপুরী’ ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোন জেলায় বাস করে?
ক) খুলনা
খ) পটুয়াখালী
গ) মৌলভীবাজার (✔✔✔) 
ঘ) নেত্রকোণা

৭৪) কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে?
ক) ২০৩৯
খ) ২০৩০
গ) ২০৪১ (✔✔✔) 
ঘ) ২০৪০

৭৫) দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থার নাম?
ক) PGCB (✔✔✔) 
খ) PCGB
গ) BGCP
ঘ) TBCP

৭৬) মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টর বিভক্ত ছিল?
ক) ৯
খ) ১০
গ) ১১ (✔✔✔) 
ঘ) ১২

৭৭) কনসার্ট ফর বাংলাদেশ’ এর সংগীত শিল্পীর নাম?
ক) জর্জ রবার্ট
খ) জর্জ ওয়াকার
গ) জর্জ হারছুন
ঘ) জর্জ হ্যারিসন (✔✔✔) 
---Solution by BankJobBD.com---

৭৮) বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি
ক) ৫টি
খ) ৪টি (✔✔✔) 
গ) ৩টি
ঘ) ৬টি

৭৯) যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে?
ক) ১৭৭৬ (✔✔✔) 
খ) ১৮৭৬
গ) ১৮৭২
ঘ) ১৭৭২

৮০) বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
ক) জনাব শাহাবুদ্দিন আহমেদ
খ) জনাব লতিফুর রহমান
গ) জনাব আফজাল
ঘ) জনাব এ.এস.এম সায়েম (✔✔✔) 

Karmasangsthan Bank Assistant Officer (General/Cash) MCQ Question Solution PDF Download

Assistant Officer (General/Cash) of Karmasangsthan Bank Question Solution 2023 MCQ exam PDF is also available.

Click here to download Karmasangsthan Bank-Assistant Officer (General/Cash)-2023: Download PDF

You can also study Govt Bank Question Solution and Bank Authority Question Solution. This will be very helpful for you bank job preparation.

কর্মসংস্থান ব্যাংক এর সহকারী অফিসার ( সাধারণ/ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

পরীক্ষার নামঃ কর্মসংস্থান ব্যাংক
পদের নামঃ সহকারী অফিসার ( সাধারণ/ক্যাশ)
পরীক্ষার তারিখঃ ১১.০৮.২০২৩
Karmasangsthan Bank Website: https://kb.gov.bd/

Karmasangsthan Bank Assistant Officer (General/Cash) পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেওয়া হয়েছে। কর্মসংস্থান ব্যাংক এর সহকারী অফিসার ( সাধারণ/ক্যাশ) পদের পরীক্ষার বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারন জ্ঞান প্রশ্নের সমাধান উপরে দেখে নিন।

১১.০৮.২০২৩ তারিখে অনুষ্ঠিত কর্মসংস্থান ব্যাংক এর সহকারী অফিসার ( সাধারণ/ক্যাশ) পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ আমাদের ব্যাংক জব বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংক এর সহকারী অফিসার ( সাধারণ/ক্যাশ) পদের পরীক্ষার ফলাফলও BankJobBD.com ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকে। কর্মসংস্থান ব্যাংক এর সহকারী অফিসার ( সাধারণ/ক্যাশ) পদের প্রিলি ও রিটেন উভয় পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ এখানে পাবেন। এছাড়াও আমরা কর্মসংস্থান ব্যাংক এর সহকারী অফিসার ( সাধারণ/ক্যাশ) পদের সকল নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল ও রেজাল্ট এখানে নিয়মিত আপডেট করে থাকি।

কর্মসংস্থান ব্যাংক ছাড়াও সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, রেজাল্ট, এডমিট, প্রবেশপত্র, প্রশ্ন সমাধান পাবেন BankJobBD তে।

Karmasangsthan Bank Assistant Officer (General/Cash) Written Question Solution 2024, MCQ result 2024, Admit Card, Viva Result is also available in our website. Karmasangsthan Bank Assistant Officer (General/Cash) result is published on our website and their official career website https://kb.gov.bd/.

Besides, Karmasangsthan Bank Assistant Officer (General/Cash) and other govt and private bank job exam question solution is available at question solution section. You can also find Karmasangsthan Bank Assistant Officer (General/Cash) recruitment circular including all govt bank and private bank job circular in Bangladesh.

Karmasangsthan Bank Assistant Officer (General/Cash) Preparation, and all types of Bank Job preparation guidelines and book list is also available on website menu section.

We hope, Karmasangsthan Bank Question Solution have helped you for your study and preparation for banking career. Dear Govt Bank job seekers, get regular updates by liking our page: BankJobBD on Facebook.

Thanks for studying this Karmasangsthan Bank exam solution carefully. We wish for your success on becoming a banker.

Post a Comment

Previous Post Next Post