Islami Bank Field Officer MCQ Question Solution 2022

Islami Bank Field Officer MCQ Question Solution 2022 has been published on our website BankJobBD. The exam has been held on 10/06/2022. Islami bank is the largest shariah based bank in Bangladesh. That's why this exam is on the top list of Job seekers. This MCQ exam was taken by IBA DU. The Islami Bank Bangladesh Ltd Field Officer full MCQ question solution is available here including all the subjects Bangla, English, Math and GK.

Islami Bank Bangladesh Ltd Field Officer MCQ Question Solution 2022

Islami Bank Bangladesh Ltd Field Officer MCQ Question Solution 2022

Exam Name: Islami Bank Bangladesh Ltd
Post Name: Field Officer
Category: Private Bank Solution 2022
Exam Date: 10/06/2022
Exam Type: MCQ
Exam Taker: IBA DU
Total Marks: 100
Duration: 1 hour

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফিল্ড অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

Islami Bank Bangladesh Ltd Field Officer MCQ exam Question Solution 2022 is given below, please check the answers of the Islami Bank Bangladesh Ltd Field Officer question.

Islami Bank Bangladesh Ltd Field Officer Exam Question Solution 2022

1) কসরের ছালাত কখন পড়তে হয়?
ক) সকাল বেলায়
খ) রাতের শেষের দিকে
গ) মুসাফির অবস্থায় (✔✔✔) 
ঘ) এশার নামাজের পর

2) আল-কুরআনের কোন সূরার শুরুতে ‘বিসমিল্লাহ’ নেই?
ক) সূরা বাকারা
খ) সূরা ফাতিহা
গ) সূরা নিসা
ঘ) সূরা তওবা (✔✔✔) 

3) হাক্কুল ইবাদ শব্দের অর্থ-
ক) আল্লাহর হক
খ) বান্দার হক (✔✔✔) 
গ) প্রতিবেশীর হক
ঘ) পিতা-মাতার হক

4) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন-
ক) ১৭ মার্চ (✔✔✔) 
খ) ২৬ মার্চ
গ) ৩০ মার্চ
ঘ) ১৮ মার্চ

5) যাকাত বণ্টনের খাত কয়টি?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৭টি
ঘ) ৮টি (✔✔✔) 
---Bank Job Solution by BankJobBD.com---

6) আল-কুরআন কত বৎসর ধরে অবতীর্ণ হয়?
ক) ২২ বৎসর
খ) ২৫ বৎসর
গ) ২৪ বৎসর
ঘ) ২৩ বৎসর (✔✔✔) 

7) পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয়-
ক) ২৩ জুন, ১৭৫৫
খ) ২৩ জুন, ১৭৫৬
গ) ২৩ জুন, ১৭৫৭ (✔✔✔) 
ঘ) ২৩ জুন, ১৭৫৮

8) বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়-
ক) ১০ এপ্রিল, ১৯৭১ (✔✔✔) 
খ) ১৭ এপ্রিল, ১৯৭১
গ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
ঘ) ২৬ মার্চ, ১৯৭১

9) পদ্মা সেতুর দৈর্ঘ্য-
ক) ৬.০০ কি:মি:
খ) ৬.৩০ কি:মি:
গ) ৬.২০ কি:মি:
ঘ) ৬.১৫ কি:মি: (✔✔✔) 

10) কত সালে বঙ্গভঙ্গ হয়?
ক) ১৭৫৭
খ) ১৮৫৭
গ) ১৯০৫ (✔✔✔) 
ঘ) ১৯৪৭

11) আল-কুরআনের সূরা কয়টি?
ক) ১১৪ (✔✔✔) 
খ) ১১৫
গ) ১১৩
ঘ) ১১২

12) সিহাহ সিত্তা কী?
ক) কোরআনের একটি সূরা
খ) ছয়টি হাদীস গ্রন্থ (✔✔✔) 
গ) মুহাম্মদ (সঃ) এর জীবনী
ঘ) কোনটিই নয় 

13) কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
ক) সুলতানী আমলে (✔✔✔) 
খ) মুঘল আমলে 
গ) পাল আমলে
ঘ) মৌর্য আমলে

14) বার ভূইঁয়াদের মধ্যে শ্রেষ্ঠ ভূইঁয়া কে ছিলেন?
ক) চাঁদ রায়
খ) কেদার রায়
গ) কন্দন রায়
ঘ) ঈসা খাঁ (✔✔✔) 
---Bank Job Solution by BankJobBD.com---

15) বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়-
ক) ২ মার্চ, ১৯৭১ (✔✔✔) 
খ) ১ মার্চ, ১৯৭১
গ) ৩ মার্চ, ১৯৭১
ঘ) কোনটি নয় 

16) ইসলামে সুদ-
ক) মুবাহ
খ) মাকরুহ
গ) মাকরুহে তাহরিমী
ঘ) হারাম (✔✔✔) 

17) পবিত্রতা----অঙ্গ।
ক) ইসলামের
খ) ঈমানের (✔✔✔) 
গ) কুরআনের
ঘ) সালাতের

18) ‘ডকুমেন্টারী হেরিটেজ’ ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে-
ক) ছয় দফা কর্মসূচীর দলিল
খ) বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ (✔✔✔) 
গ) জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলা ভাষণ
ঘ) সব কয়টি

19) ফসলের যাকাতকে কি বলে?
ক) সাদাকা
খ) খারাজ
গ) ওশর (✔✔✔) 
ঘ) জিজিয়া

20) ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
ক) বিট্রিশ আমলে
খ) মুঘল আমলে (✔✔✔) 
গ) সুলতানা আমলে
ঘ) নবাবী আমলে

21) পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
ক) ক্যারিবিয়ান সাগর (✔✔✔) 
খ) ভারত মহাসাগর
গ) ভূমধ্য সাগর
ঘ) কৃষ্ণ সাগর

22) Pandemic-অর্থ
ক) মহামারী
খ) মারামারী
গ) অতিমারী (✔✔✔) 
ঘ) কোনটি নয়  

23) ফরাসি বিপ্লব সংঘটিত হয়-
ক) ১৭৮৯ সালে (✔✔✔) 
খ) ১৭৯৯ সালে
গ) ১৮৮৯ সালে
ঘ) ১৯১৭ সালে

24) পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কী?
ক) Oriental Express
খ) Trans-Canadian Railway
গ) Trans-Siberian Railway (✔✔✔) 
ঘ) Euro-Express

25) কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত?
ক) আজারবাইজান
খ) ইরান
গ) সৌদি আরব
ঘ) তুরস্ক (✔✔✔) 
---Bank Job Solution by BankJobBD.com---

26) NATO কোন ধরণের জোট?
ক) রাজনৈতিক
খ) সামাজিক
গ) পরিবেশ
ঘ) সামরিক (✔✔✔) 

27) কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
ক) ভারত
খ) নেপাল
গ) জাপান
ঘ) সিয়েরালিওন (✔✔✔) 
---Bank Job Solution by BankJobBD.com---

28) গ্রিনিচ শব্দটি কীসের সাথে সম্পর্কিত?
ক) সময় (✔✔✔) 
খ) দূরত্ব
গ) ওজন
ঘ) দৈর্ঘ্য

29) আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ-
ক) কানাডা
খ) রাশিয়া (✔✔✔) 
গ) ব্রাজিল
ঘ) ভারত

30) ATM বলতে বোঝায়?
ক) Automatic Telephone Machine
খ) Automated Teller Machine (✔✔✔) 
গ) Approved Tariff Manual
ঘ) Approved Training Manual

31) ঘাটতি বাজেট কাকে বলে?
ক) আয়ের তুলনায় ব্যয় বেশি হলে (✔✔✔) 
খ) আয়ের তুলনায় ব্যয় কম হলে
গ) আয় এবং ব্যয় সমান সমান হলে
ঘ) কোনটি নয়,

32) ইস্তানবুলের পূর্ব নাম-
ক) আংকারা
খ) ইজমির
গ) কনস্ট্যান্টিনোপল (✔✔✔) 
ঘ) আদানা

33) চীনের মুদ্রার নাম কী?
ক) ফ্রী
খ) ইউয়ান (✔✔✔) 
গ) তুয়ান
ঘ) ইয়েন

34) ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনের অবসান হয়-
ক) ১৮৫৭ সালে
খ) ১৮৫৮ সালে (✔✔✔) 
গ) ১৮৫৯ সালে
ঘ) ১৮৬০ সালে

35) ‘উত্তমাশা’ হলো একটি-
ক) হ্রদের নাম
খ) অন্তরীপের নাম (✔✔✔) 
গ) দ্বীপের নাম
ঘ) নাটকের নাম

36) কোন প্রণালি আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
ক) মালাক্কা
খ) জিব্রাল্টার (✔✔✔) 
গ) পক
ঘ) বেরিং 

37) আল-জাজিরা কোন দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল?
ক) ইরাক
খ) কাতার (✔✔✔) 
গ) মিশর
ঘ) সৌদি আরব 

38) সবচেয়ে বড় মহাদেশ-
ক) আফ্রিকা
খ) এশিয়া (✔✔✔) 
গ) ইউরোপ
ঘ) উত্তর আমেরিকা

39) NATO- এর একমাত্র মুসলিম সদস্য দেশ কোনটি?
ক) মিশর
খ) তুরস্ক (✔✔✔) 
গ) সিরিয়া
ঘ) সৌদি আরব

40) মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
ক) পিকাসো
খ) মাইকেল এঞ্জেলো
গ) বাতিকেল্লি
ঘ) লিউনার্দ্যে দ্য ভিঞ্চি (✔✔✔) 
---Bank Job Solution by BankJobBD.com---

41) আল-আকসা মসজিদ কোথায়?
ক) বাগদাদ
খ) মক্কা
গ) মদিনা
ঘ) জেরুজালেম (✔✔✔) 
---Bank Job Solution by BankJobBD.com---

42) কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
ক) ভাস্কো দা গামা (✔✔✔) 
খ) ম্যাসিলান
গ) কলম্বাস
ঘ) ক্যাপ্টেন কুক

43) দ্বীন-ই-ইলাহী কে প্রবর্তন করেন?
ক) সম্রাট বাবর
খ) সম্রাট আকবর (✔✔✔) 
গ) সম্রাট শাহ্জাহান
ঘ) সম্রাট জাহাঙ্গীর

44) কারবালা কোন দেশে অবস্থিত?
ক) ইরান 
খ) ইরাক (✔✔✔) 
গ) জর্ডান
ঘ) সিরিয়া

45) যুক্তরাষ্ট্রে দাস প্রথা কে বিলুপ্ত করেন?
ক) আব্রাহাম লিংকন (✔✔✔) 
খ) জন এফ কেনেডি
গ) টমাস জেফারসন
ঘ) জর্জ ওয়াশিংটন

46) সুয়েজ খাল সংযুক্ত করেছে-
ক) ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে
খ) ভূ-মধ্য সাগর ও মর্মর সাগরকে
গ) লোহিত সাগর ও ভূ-মধ্য সাগরকে (✔✔✔) 
ঘ) কোনটি নয় ,

47) হরপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অর্ন্তভুক্ত?
ক) রোমান
খ) গ্রীক
গ) সিন্ধু (✔✔✔) 
ঘ) চৈনিক

48) পানামা খাল সংযুক্ত করেছে-
ক) এশিয়া
খ) উত্তর আমেরিকা
গ) দক্ষিণ আমেরিকা
ঘ) আফ্রিকা

49) আধুনিক কম্পিউটারের জনক কে?
ক) বিল গেটস
খ) আইকেন
গ) চার্লস ব্যাবেজ (✔✔✔) 
ঘ) জর্জ তোলে

50) মরক্কোর রাজধানী কোনটি?
ক) কায়রো
খ) রাবাত (✔✔✔) 
গ) জেদ্দা
ঘ) তেহরান

51) অর্থনীতিতে চাহিদা বলতে কি বুঝায়?
ক) আকাঙ্খা ও অর্থ প্রদানের সামর্থ্য (✔✔✔) 
খ) আকাঙ্খা
গ) অর্থ প্রদানের সামার্থ্য
ঘ) কোনটি নয়;

52) মুদ্রাস্ফীতি কী?
ক) অর্থের মূল্য কমে আসা (✔✔✔) 
খ) অর্থের মূল্য বৃদ্ধি পাওয়া
গ) অর্থের মূল্য সমান থাকা
ঘ) কোনটি নয়, 

53) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে?
ক) সিপিইউ (✔✔✔) 
খ) মনিটর
গ) কিবোর্ড
ঘ) মাউস

54) ‘ময়ূর সিংহাসন’ এর নির্মাতা কে?
ক) সম্রাট আকবর
খ) সম্রাট শাহজাহান (✔✔✔) 
গ) সম্রাট জাহাঙ্গীর
ঘ) সম্রাট আঙরঙ্গজেব

55) রিখটার স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়?
ক) ভূ-আলোড়নের সংখ্যা
খ) কম্পন সংখ্যা
গ) ভূ-কম্পন শক্তি (✔✔✔) 
ঘ) ক্ষয়-ক্ষতি মাত্রা

56) রাইট ভ্রাতৃদ্বয় নিচের কোনটি উদ্ভাবন করেছিল?
ক) বেলুন
খ) বাই সাইকেল
গ) এরোপ্লেন (✔✔✔) 
ঘ) কোনটি নয়

57) চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে?
ক) লর্ড কর্নওয়ালিস (✔✔✔) 
খ) লর্ড কার্জন
গ) লর্ড ডালহৌসি
ঘ) লর্ড উইলিয়াম বেন্টিং

58) কোনটি ভূ-বেষ্ঠিত রাষ্ট্র?
ক) ইরান
খ) ইরাক 
গ) নেপাল (✔✔✔) 
ঘ) শ্রীলংকা

59) কোন প্রণালি উত্তর আমেরিকা থেকে এশিয়াকে বিচ্ছিন্ন করেছে?
ক) পক
খ) ফ্লোরিডা
গ) জিব্রাল্টার
ঘ) বেরিং (✔✔✔) 
---Bank Job Solution by BankJobBD.com---

60) OIC- এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
ক) জেদ্দা (✔✔✔) 
খ) রাবাত 
গ) কায়রো
ঘ) কুয়ালালামপুর

61) ‘শেষের কবিতা’ কি ধরণের গ্রন্থ?
ক) কাব্য
খ) উপন্যাস (✔✔✔) 
গ) নাটক
ঘ) প্রহসন

62) ‘ভূত’ শব্দের বিপরীত অর্থ-
ক) ভবিষ্যত (✔✔✔) 
খ) ভোতা
গ) প্রেত
ঘ) ভায়া

63) ‘কপর্দকহীন’ অর্থ-
ক) বোকা
খ) নিঃস্ব (✔✔✔) 
গ) অসহায়
ঘ) মলিন

64) ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর (✔✔✔) 
খ) প্রমথ চৌধুরী
গ) মোহিতলাল মজুমদার 
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

65) ‘সংশয়’ এর বিপরীত শব্দ-
ক) বিস্ময়
খ) প্রত্যয় (✔✔✔) 
গ) নির্ভয়
ঘ) নির্ণয়

66) কোন বানানটি সঠিক?
ক) অতিথি (✔✔✔) 
খ) অতিথী
গ) অতীথি
ঘ) অতীথি

67) ‘ত্রিফলা’ কোন সমাস?
ক) কর্মধারয়
খ) দ্বিগু (✔✔✔) 
গ) বহুব্রীহি
ঘ) অব্যয়ীভাব

68) ‘পাইবার ইচ্ছা’ এক কথায়-
ক) লিপ্সা
খ) বুভুক্ষা
গ) ক্ষুধা
ঘ) প্রার্থনা

69) ‘জানিবার ইচ্ছা’ এক কথায়-
ক) তপস্যা
খ) সাধনা
গ) অন্বেষা
ঘ) জিজ্ঞাসা (✔✔✔) 
---Bank Job Solution by BankJobBD.com---

70) ‘গাছ থেকে ফল পড়ে’ কোন কারক?
ক) অপাদান (✔✔✔) 
খ) করণ
গ) অধিকরণ
ঘ) সম্প্রদান

71) ‘সুলোচন’ শব্দের অর্থ-
ক) যার চোখ সুন্দর (✔✔✔) 
খ) যার নাক সুন্দর
গ) যার কপাল সুন্দর
ঘ) যার চুল সুন্দর

72) ‘ধূমকেতু’ কার ছদ্মনাম?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর 
খ) কাজী নজরুল ইসলাম (✔✔✔) 
গ) জসীম উদ্দীন
ঘ) গোলাম মোস্তফা

73) ‘সারমেয়’ শব্দের অর্থ -
ক) বিড়াল
খ) বাঘ
গ) হরিণ
ঘ) কুকুর (✔✔✔) 
---Bank Job Solution by BankJobBD.com---

74) বাংলা সাহিত্যে নোবেল বিজয়ী-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর, (✔✔✔) 
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
গ) বঙ্কিমচন্দ্র চট্টপধ্যায়
ঘ) শরৎচন্দ্র চট্টপধ্যায়

75) ছন্দের যাদুকর-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর  
খ) সত্যেন্দ্রনাথ দত্ত (✔✔✔) 
গ) মোহিতলাল মজুমদার
ঘ) শরৎচন্দ্র চট্টপাধ্যায়

76) আমপারার কাব্যানুবাদ করেন-
ক) গোলাম মোস্তফা
খ) কাজী নজরুল ইসলাম, (✔✔✔) 
গ) ফররুখ আহমেদ
ঘ) সৈয়দ আলী আহসান

77) ‘সব্যসাচী’ অর্থ-
ক) যার দেহে শক্তি বেশি
খ) যার বামহাতে শক্তি বেশি
গ) যার দুই হাত সমানে চলে (✔✔✔) 
ঘ) যে শর নিক্ষেপে পারদর্শী

78) বাংলা ভাষার আদিরূপ-
ক) সংস্কৃত
খ) চর্যাপদ
গ) প্রাকৃত (✔✔✔) 
ঘ) পালী

79) ‘কারাগারের রোজনামাচা’ এর লেখক-
ক) কাজী নজরুল ইসলাম
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (✔✔✔) 
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) মাওলানা ভাষানী

80) শকুন্তলার অনুবাদ-
ক) মোহিতলাল মজুমদার
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (✔✔✔) 
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টপধ্যায়

81) They live _______ catching fish.
ক) by (✔✔✔) 
খ) on 
গ) with
ঘ) for

82) He has been ill _______ last Friday.
ক) from
খ) on
গ) in
ঘ) since (✔✔✔) 
---Bank Job Solution by BankJobBD.com---

83) What is the time _______ your watch?
ক) by, (✔✔✔) 
খ) in 
গ) at 
ঘ) with 

84) "Dangerous" means-
ক) Pleasant
খ) Risky (✔✔✔) 
গ) Tedious
ঘ) Boring

85) Maiden speech means -
ক) First Speech (✔✔✔) 
খ) Last Speech
গ) Late Speech
ঘ) Early Speech

86) The verb of the word 'soft' is -
ক) Softly
খ) Softer
গ) Soften (✔✔✔) 
ঘ) Softest

87) He has been suffering __________ fever.
ক) by 
খ) in
গ) from (✔✔✔) 
ঘ) with

88) Everybody should tell _______ truth.
ক) a
খ) the (✔✔✔) 
গ) at
ঘ) to

89) The word 'extempore' means?
ক) Preparation
খ) Without preparation (✔✔✔) 
গ) Memorization
ঘ) Oblivion

90) Noun of the word 'beautiful' is-
ক) Beauty (✔✔✔) 
খ) Beautify
গ) Beautification
ঘ) Nothing else

91) টাকায় ৩টি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
ক) ৫০% (✔✔✔) 
খ) ৪০%
গ) ৩০%
ঘ) ২০%

92) ০.১ এর বর্গমূল কত?
ক) ০.০০১
খ) ০.০০০১
গ) ০.২৫
ঘ) কোনটিই নয় (✔✔✔) 
---Bank Job Solution by BankJobBD.com---

93) পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
ক) ১ (✔✔✔) 
খ) ৯
গ) ১০০
ঘ) - ১

94) ৩×০×০.৩ =
ক) ০.৯
খ) ০.৩
গ) ০ (✔✔✔) 
ঘ) ৩.০

95) গ্রামের জনসংখ্যা ১০% বেড়ে ১,১০০ হলে পূর্বের জনসংখ্যা কত ছিল?
ক) ৮০০
খ) ৯৯০
গ) ১০০০ (✔✔✔) 
ঘ) ৯০০

96) ০.০২৩ এর ১% সমান কত?
ক) ০.০০০২৩ (✔✔✔) 
খ) ০.০০২৩
গ) ০.২৩
ঘ) ২.৩

97) ০.০৫ এর ০.০৩ গুণ শতকরায় কত?
ক) ০.১৫% (✔✔✔) 
খ) ১.৫%
গ) ০.০১৫%
ঘ) ১৫%

98) ৫০ মিলিয়নে কত কোটি?
ক) ৫ (✔✔✔) 
খ) ৫০ 
গ) ৫০০
ঘ) ২০

99) ৫০০০ কেজিতে কত কুইন্টাল?
ক) ৫ 
খ) ৫০ (✔✔✔) 
গ) ১০
ঘ) ৫০০

100) ) ১০ একরে কত বর্গগজ
ক) ৪৮৪০
খ) ৪৮০
গ) ৪৮৪০০ (✔✔✔) 
ঘ) ৪৮৪

Islami Bank Bangladesh Ltd Field Officer MCQ Question Solution PDF Download

Field Officer of Islami Bank Bangladesh Ltd Question Solution 2022 MCQ exam PDF is also available.

Click here to download Islami Bank Bangladesh Ltd-Field Officer-2022: Download PDF

You should study islami bank previous year question solution, Private Bank Question Solution and IBA DU Question Solution. This will be very helpful for your bank job preparation. Also, don’t forget to apply for latest islami bank job circular.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফিল্ড অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

পরীক্ষার নামঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
পদের নামঃ ফিল্ড অফিসার
পরীক্ষার তারিখঃ ১০.০৬.২০২২
Islami Bank Bangladesh Ltd Website: https://www.islamibankbd.com/

Islami Bank Bangladesh Ltd Field Officer পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফিল্ড অফিসার পদের পরীক্ষার বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারন জ্ঞান প্রশ্নের সমাধান উপরে দেখে নিন।

১০.০৬.২০২২ তারিখে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফিল্ড অফিসার পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ আমাদের ব্যাংক জব বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফিল্ড অফিসার পদের পরীক্ষার ফলাফলও BankJobBD.com ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফিল্ড অফিসার পদের প্রিলি ও রিটেন উভয় পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ এখানে পাবেন। এছাড়াও আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফিল্ড অফিসার পদের সকল নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল ও রেজাল্ট এখানে নিয়মিত আপডেট করে থাকি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ছাড়াও সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, রেজাল্ট, এডমিট, প্রবেশপত্র, প্রশ্ন সমাধান পাবেন BankJobBD তে।

Islami Bank Bangladesh Ltd Field Officer Written Question Solution 2024, MCQ result 2024, Admit Card, Viva Result is also available in our website. Islami Bank Bangladesh Ltd Field Officer result is published on our website and their official career website https://www.islamibankbd.com/.

Besides, Islami Bank Bangladesh Ltd Field Officer and other govt and private bank job exam question solution is available at question solution section. You can also find islami bank Field Officer recruitment circular including all govt bank and private bank job circular in Bangladesh.

Islami Bank Bangladesh Ltd Field Officer Preparation, and all types of Bank Job preparation guidelines and book list is also available on website menu section.

We hope, Islami Bank Bangladesh Ltd Question Solution have helped you for your study and preparation for banking career. Dear Private Bank job seekers, get regular updates by liking our page: BankJobBD on Facebook.

Thanks for studying this Islami Bank Bangladesh Ltd exam solution carefully. We wish for your success on becoming a banker.

Post a Comment

Previous Post Next Post